Deprecated: urlencode(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/national/public_html/index.php(1) : eval()'d code on line 1

Deprecated: sha1(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/national/public_html/index.php(1) : eval()'d code on line 1
১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঘরের মাঠে হারল বার্সা – National News Live
Monday, 22 September 2025 | 05:09 AM
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আন্তর্জাতিক
  4. রাজনীতি
  5. ইসলাম
  6. মানবসেবা
  7. শিক্ষা
  8. তথ্য প্রযুক্তি
  9. স্বাস্থ্য
  10. খেলা
  11. সাহিত্য
  12. বিনোদন
  13. অর্থনীতি-ব্যবসা
  14. লাইফস্টাইল
  15. আইন আদালত
  16. কর্পোরেট কর্ণার
  17. ফিচার
  18. শেয়ারবাজার
  19. জেলার খবর
  20. এক নজরে সারাদেশ
  21. আরও

১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঘরের মাঠে হারল বার্সা

প্রতিবেদক
Nationalnewslive
November 30, 2024 4:03 pm

নিজেদের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রাঙাতে পারেনি বার্সেলোনা। ছন্দে থাকা দলটি আক্রমণও করেছে ব্যাপক।কিন্তু লাস পালমাস গোলরক্ষক দাঁড়ালেন দেয়াল হয়ে। বিপরীতে দুই গোল হজম করতে হলো কাতালানদের। হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।  

লা লিগার ম্যাচে আজ অলিম্পিক স্টেডিয়ামে বার্সেলোনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে পালমাস। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই তাদের এগিয়ে নেন সান্দ্রে রামিরেস। কিছুক্ষণ পর সমতা টানেন বার্সেলোনার রাফিনিয়া। কিন্তু এই সমতা ধরে রাখতে পারেনি তারা। ফাবিও সিলভার গোলে জয় নিশ্চিত করে পালমাস।  

এ নিয়ে লিগে টানা তিন ম্যাচে জয়ের দেখা পায়নি বার্সেলোনা। পালমাসের বিপক্ষে হারের আগের ম্যাচে সেল্তা ভিগোর বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র করে তারা। এর আগের ম্যাচে রিয়াল সোসিয়াদ ১-০ ব্যবধানে হারায় তাদের। একইদিনে এক লজ্জার রেকর্ড গড়ে তারা। ১৯৭১ সালের পর এই প্রথম লাস পালমাসের বিপক্ষে হারে ক্লাবটি।  

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৪৯তম মিনিটে পালমাসকে এগিয়ে নেন রামিরেস। প্রতিআক্রমণে ওঠে সতীর্থ থেকে বল নিয়ে বক্সে তাকে পাস দেন রদ্রিগেস। সেখান থেকে দারুণ শটে ইনাকি পেনাকে পরাস্ত করেন রামিরেস।  

সমতায় ফিরতে অবশ্য খুব বেশি সময় নেয়নি বার্সেলোনা। ৬৭তম মিনিটে গোলটি করেন রাফিনিয়া। মাঝমাঠ থেকে উড়ে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে পেদ্রিকে খুঁজে নেন লুক ডি ইয়ং। সেখান থেকে সহজেই পেদ্রি বল বাড়ান রাফিনিয়ার দিকে। বল নিয়ে কয়েকজনকে কাটিয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই তারকা।  

সমতায় ফিরে স্বস্তিতে থাকা বার্সেলোনা অবশ্য বেশিক্ষণ সেটি ধরে রাখতে পারেনি। ৬৭তম মিনিটে ফাবিও সিলভার গোলে এগিয়ে যায় পালমাস। প্রতিপক্ষ থেকে বল নিয়ে সিলভাকে খুঁজে নেন মুনোস। বল নিয়ন্ত্রণে নিয়ে কয়েকজনকে কাটিয়ে ইনাকিকে পরাস্ত করে জাল খুঁজে নেন সিলভা। পরবর্তীতে আর কোনো গোল না হলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় বার্সাকে।  

১৫ ম্যাচে ১১ জয়, এক ড্র ও তিন হারে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বার্সেলোনা। দুই ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে। ১৫ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে লাস পালমাস।