Deprecated: urlencode(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/national/public_html/index.php(1) : eval()'d code on line 1

Deprecated: sha1(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/national/public_html/index.php(1) : eval()'d code on line 1
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টানা পঞ্চম সিরিজ জয় পাকিস্তানের – National News Live
Monday, 22 September 2025 | 02:05 AM
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আন্তর্জাতিক
  4. রাজনীতি
  5. ইসলাম
  6. মানবসেবা
  7. শিক্ষা
  8. তথ্য প্রযুক্তি
  9. স্বাস্থ্য
  10. খেলা
  11. সাহিত্য
  12. বিনোদন
  13. অর্থনীতি-ব্যবসা
  14. লাইফস্টাইল
  15. আইন আদালত
  16. কর্পোরেট কর্ণার
  17. ফিচার
  18. শেয়ারবাজার
  19. জেলার খবর
  20. এক নজরে সারাদেশ
  21. আরও

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টানা পঞ্চম সিরিজ জয় পাকিস্তানের



ব্যাটার-বোলারদের দলগত পারফরমেন্সে এক ম্যাচ হাতে রেখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে পাকিস্তান। গতরাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ৮১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। সিরিজের প্রথম ম্যাচ ৩ উইকেটে জিতেছিল পাকিস্তান। এর সুবাদে ওয়ানডেতে গত এপ্রিল থেকে টানা পাঁচটি দ্বিপক্ষীয় সিরিজ জিতলো পাকিস্তান। নিউজিল্যান্ড, আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের পর প্রোটিয়াদের বিপক্ষেও সিরিজ জিতলো পাকিস্তান।
শুক্রবারকেপ টাউনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫৩ রানে ২ উইকেট হারায় পাকিস্তান। তৃতীয় উইকেটে ১৪২ বলে ১১৫ রানের জুটি গড়ে পাকিস্তানকে ভালো অবস্থায় নেন দলের দুই সেরা ব্যাটার বাবর আজম ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। দু’জনই হাফ-সেঞ্চুরি তুলে দলের রান ২০০ হবার আগেই সাজঘরে ফেরেন।
৩৩তম ওয়ানডে হাফ-সেঞ্চুরির ইনিংসে ৭টি চারে ৯৫ বলে ৭৩ রান করেন বাবর। তিন ফরম্যাট মিলিয়ে নিজের শেষ ২২ ইনিংসে প্রথম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন বাবর। ৭টি চার ও ৩টি ছক্কায় ৮২ বলে ৮০ রান করেন ১৪তম ওয়ানডে হাফ-সেঞ্চুরি করা রিজওয়ান।
দলীয় ১৯২ রানের মধ্যে বাবর-রিজওয়ান ফেরার পর পাকিস্তানকে রানের পাহাড়ে বসিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের নবম ম্যাচ খেলতে নামা কামরান গুলাম। প্রায় দুই শ’ স্ট্রাইক রেটে পাঁচ বাউন্ডারি ও ছয় ওভার বাউন্ডারিতে ৩২ বলে ৬৩ রান করেন কামরান। এতে ৪৯ দশমিক ৫ ওভারে সব উইকেট হারিয়ে ৩২৯ রান করে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার কেউনা মাফাকা ৪টি ও মার্কো জানসেন ৩ উইকেট নেন।
জবাবে দক্ষিণ আফ্রিকার হয়ে উপরের সারির চার ব্যাটারের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। অধিনায়ক তেম্বা বাভুমা ১২, টনি ডি জর্জি ৩৪, রাসি ভ্যান ডার ডুসেন ২৩ ও আইডেন মার্করাম ২১ রান করেন। এমন অবস্থায় দলীয় ১১৩ রানে ৪ উইকেট হারায় প্রোটিয়ারা।
পঞ্চম উইকেটে ৭২ বলে ৭২ রানের জুটিতে দক্ষিণ আফ্রিকাকে লড়াইয়ে রাখেন হেনরিচ ক্লাসেন ও ডেভিড মিলার। ২৯ রান করে মিলার ফেরার পর ক্লাসেনকে সঙ্গ দিতে পারেননি পরের দিকের ব্যাটাররা। এতে ২৪৮ রানে গুটিয়ে ম্যাচ হারে দক্ষিণ আফ্রিকা।
৪৪তম ওভারে ইনিংসের শেষ ব্যাটার হিসেবে ৯৭ রানে আউট হন ক্লাসেন। ৭৪ বল খেলে ৮টি চার ও ৪টি ছক্কা মারেন ক্লাসেন।
পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ৪টি ও নাসিম শাহ ৩টি উইকেট নেন। ম্যাচ সেরা হন পাকিস্তানের কামরান।
আগামী ২২ ডিসেম্বর জোহানেসবার্গে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে দু’দল।
সূত্র : বাসস

সর্বশেষ - সাহিত্য

সর্বোচ্চ পঠিত - সাহিত্য